পাঁচ দিনব্যাপি আয়োজন করা হয়েছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬’। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছে পঞ্চমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় উচ্চাঙ্গসংগীতের এই আসর। প্রথম দিনের উৎসব শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়, শেষ হবে ভোর ৫টায়।উদ্বোধনী সন্ধ্যায় ‘রবি করোজ্জ্বল’ শীর্ষক দলীয় নৃত্য পরিবেশন করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তার দল নৃত্যনন্দন। তারপর বাঁশির সুরের মোহে পুরো এলাকা ভারি করে তোলেন প্রবীণ গোদখিণ্ডি ও বেহালায় সুর তোলেন রাতিশ টাগড। যুগলবন্দিতে তবলায় ছিলেন রামদাস পালসুল। তাদের পরিবেশনা আর সুর-তালের ইন্দ্রজালে মেতে ওঠে প্রথম দিনের উৎসব।এরপর অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরএফ হোসেন, বেঙ্গল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের।এসময় মঞ্চে উপস্থিত সকলেই দু’চার কথা বলে সুষ্ঠভাবে এবারের আসর সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর বিদুষী গিরিজা দেবী পরিবেশন করছেন খেয়াল। তাকে তবলায় সঙ্গ দিচ্ছেন গোপাল মিশ্র। এরপর ওস্তাদ আশিষ খান সুর তুলবেন সরোদে। তার সঙ্গে তবলায় থাকবেন পণ্ডিত বিক্রম ঘোষ।এরপর ‘জাসরাঙ্গি’ শিরোনামে খেয়ালের যুগলবন্দি পরিবেশন করবেন বিদুষী অশ্বিনী, ভিদে দেশপাণ্ডে ও পণ্ডিত সঞ্জীব অভয়ংকর। তাদের তবলায় সহযোগিতা করবেন আজিঙ্কা যোশি ও রোহিত মজুমদার।
Advertisement
সবশেষে ভোররাতে শ্রোতাদের বেহালার সুরে মন্ত্রমুগ্ধ করতে মঞ্চে আসবেন ড. এল সুব্রহ্ম্যণন। তার সঙ্গে তবলায় থাকবেন পণ্ডিত তন্ময় বোস।পাঁচ দিনব্যাপি এই উৎসবে অংশ নিচ্ছেন ১৬৫ জন শিল্পী। কড়া নিরাপত্তায় চলছে এবারের বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সংগীতপ্রেমী মানুষের আনাগোনা। অনুষ্ঠান চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। এবারের আয়োজনটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে।এনই/বিএ