আইন-আদালত

তাভেলা সিজার হত্যায় সাক্ষ্যগ্রহণ শুরু

ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে  সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে প্রথম সাক্ষ্য প্রদান করেন আজিজুল নামে এক বাসার কেয়ারটেকার। সাক্ষ্যতে তিনি বলেন, ‘ঘটনার সময়ে তিনি ওই এলাকয় ছিলেন। এ সময় আমি একটি গুলির শব্দ শুনতে পাই। গুলির শব্দ শুনে আমি বসে পড়ি। এ সময় আমার দিকে একজন বিদেশি নাগরিক দৌড়ে আসতে থাকেন। তার পিঠের মাঝখানে একটি গুলির ছিদ্র দেখতে পাই। তাকে কে বা কারা গুলি করেছে তা আমি দেখিনি। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’ তার সাক্ষ্য শেষে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন আদালত। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাভেলা সিজার। এরপর গত ২২ জুন এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী। আলোচিত এই মামলার অন্য আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আব্দুর মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল, ভাঙ্গারি সোহেল ও শাখাওয়াত হোসেন। কাইয়ুম ও সোহেল শুরু থেকে পলাতক। অপর পাঁচ আসামি কারাগারে রয়েছেন। ২০১৬ সালের ২৫ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।জেএ/জেএইচ/পিআর

Advertisement