আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশেষ ক্লাস ও মডেল টেস্টের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা। ভিশন টুয়েন্টি-২৪ এর অংশ হিসেবে এই আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।আগামী ২ মার্চ সকাল ১০টায় বিশেষ ক্লাসের উদ্বোধন করবেন বরেণ্য শিক্ষাবিদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. মেরাজুল ইসলাম। উদ্বোধনের দিন থেকে প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পৌরসভা প্রাঙ্গণে অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই বিশেষ ক্লাস ও মডেল টেস্ট পরিচালনা করা হবে। পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে।ভিশন টুয়েন্টি২৪ এর প্রধান সমন্বয়ক সমীর চক্রবর্তী জাগোনিউজকে জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজলের নির্দেশনায় পরীক্ষার্থীদের জন্য বিশেষ এই আয়োজন। প্রতিবার বুধবার ও বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে এবং শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের অর্ভথ্যনা কক্ষে এক কপি ছবি জমা দিয়ে যে কোনো বিভাগের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন বলেও জানান সমীর চক্রবর্তী।এমএএস/আরআই
Advertisement