দেশজুড়ে

রাজধানীতে দুর্ঘটনায় নিহত র‌্যাব সদস্যের দাফন সম্পন্ন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সামনে সড়ক দুর্ঘটনায় নিহত র‌্যাব সদস্য উচ্ছেলের দাফন পঞ্চগড়ে তার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার বসুনিয়াপাড়া পারিবরিক গোরস্থানে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়। নিহত র্যাব সদস্য উচ্ছেল ওই এলাকার মো. জবেদ আলীর ছেলে।নিহতের বাবা জবেদ আলী জানায়, উচ্ছেল ২০০১ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এ যোগ দেন। দেড় বছর আগে তিনি বিজিবি থেকে ল্যান্স নায়েক হিসেবে র‌্যাব এ যোগদান করেন। তিনি র‌্যাব-৪ এ কর্মরত ছিলেন। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সামনে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক ঘণ্টা পর ল্যান্স নায়েক উচ্ছেলসহ গুরুতর আহত দুইজন মারা যান। বুধবার সকাল সাড়ে ৮টায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে উচ্ছেলের মরদেহ নিয়ে পঞ্চগড়ে পৌঁছায়।এমএএস/পিআর

Advertisement