নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আদালতে প্রশ্ন রেখে বলেছেন, আমাকে রিমান্ডে নিয়ে কি হবে, সবাই জানে, সারা দুনিয়া জানে, একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। আমিতো সবকিছুই বললাম। আমাকে রিমান্ডে নিয়ে কি লাভ হবে? আর যিনি আমাকে রিমান্ডে নেবেন তিনিই বা কি বুঝবেন? সশস্ত্র বাহিনীকে বিদ্রোহে উসকানির অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় বুধবার ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান মান্নার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করলে তিনি এ কথা বলেন।মান্নার আইনজীবী মহসিন মিয়া পরে সাংবাদিকদের জানান, রিমান্ডে নিয়ে অযথা আমার মক্কেলকে হয়রানি করা হবে। তিনি ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এ কারণে তাকে হয়রানি করতে রিমান্ডে নেওয়া হচ্ছে।অপরদিকে, রাষ্ট্র পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, মান্নাকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা আছে। তিনি অজ্ঞাত ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। ওই অজ্ঞাতের পরিচয় জানতেই রিমান্ড চাওয়া।এএইচ/আরআই
Advertisement