রাজবাড়ী সরকারি কলেজ অনার্স প্রথম বর্ষের (২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ) ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।বুধাবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদিন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবীন বরণ উদযাপর কমিটির আহ্বায়ক এবং ব্যবস্থাপনা বিভাগের প্রধান আহাম্মেদ আলী।নবীনদের উদ্দ্যেশে মানপত্র পাঠ করেন, কলেজের শিক্ষার্থী জিনা ও জাহিদ। এবং মানপত্র গ্রহণ করেন প্রথম বর্ষের শিক্ষার্থী মাহেদুল ইসলাম মনির।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আক্কাস আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুজ্জামান, কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. ফকরুজ্জামান, উপাধ্যক্ষ জেসমিন নাহার, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ সরোয়ার মর্শেদ খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান বদরউদ্দিন আহম্মেদ, কলেজের সাবেক ভিপি মো. আরিফুজ্জামান আরিফ ও এজিএস জাহিদ হাসান শোভন।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের প্রধান একেএম মিজানুর রহমান, ইংরেজী বিভাগের প্রধান জাহানারা বেগম, ব্যবসা শিক্ষা বিভাগের প্রধান দীলিপ কুমার কর, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ নিজাম মন্টুসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।পড়ে স্বদেশ নাট্যাঙ্গনের পরিবেশনায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ৭১’র রাজবাড়ী পরিবেশিত হয়।এমএএস/আরআই
Advertisement