বিনোদন

পরী মনি ঠিক থাকলেও অনিশ্চিত অনন্যা

ঢালিউডের রুপালি পর্দায় শুক্রবার অভিষেক হওয়ার কথা ছিল নায়িকা পরিমনি ও অনন্যার। তবে পরী মনির অভিষেকের তারিখ ঠিক থাকলেও অনিশ্চিত হয়ে পড়েছেন অনন্যার।সূত্র জানায়, সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা পরী মনির প্রথম চলচ্চিত্র ‘ভালবাসা সীমাহীন’ শুক্রবার মুক্তি পাচ্ছে। অন্যদিকে একই দিনে স্বর্ণা চলচ্চিত্রের ব্যানারে মুক্তি পাওয়ার কথা ছিল নায়িকা অনন্যা অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভাল আমাকে বাসতেই হবে`। পরী মনির চলচ্চিত্র মুক্তি পেলেও মুক্তি পাচ্ছে না অনন্যা অভিনীত প্রথম চলচ্চিত্রটি।কাকরাইলের ইস্টার্ন কমপ্লেক্সের পঞ্চম তলায় বুধবার বিকেলে ‘অশ্লীল ছবি সংরক্ষণ ও সরবরাহ’ করার অভিযোগে স্বর্ণা চলচ্চিত্রের অফিসে অভিযান চালিয়েছে চলচ্চিত্রের অশ্লীলতা ও পাইরেসিবিরোধী টাস্কফোর্স। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এসময় ‘স্বর্ণা প্রোডাকশন’ ওরা নিষিদ্ধ, অন্ধকারে রাজনীতি, কিলার ফিশ এই তিনটি ছবির অশ্লীল পোস্টার, অশ্লীল কাটপিসসহ একটি কম্পিউটার, তিনটি হার্ডডিস্ক, তিনটি পেনড্রাইভ উদ্ধার করে ব্যাব। ‘অশ্লীল ছবি সংরক্ষণ ও সরবরাহ’ করার জন্য ম্যানেজার লিটন মৃধাকে তিন মাসের জেল ও দশ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আনাদয়ে আরও এক মাসের জেলের দণ্ড দেওয়া হয়। লিটনের সহকারী সুমন বিশ্বাসকে এক মাসের জেল দেওয়া হয়।‘ভাল আমাকে বাসতেই হবে’ চলচ্চিত্রের পরিচালক আলী আজাদ বলেন, অশ্লীল ভিডিও নির্মাণ ও পরিবেশনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ব্যাব যাদের গ্রেফতার করেছে তারা স্বর্ণা চলচ্চিত্রের কেউ না। এই অফিসটি লিটন মৃধা, সুমন বিশ্বাস এবং স্বর্ণা চলচ্চিত্র যৌথভাবে অফিসটি ভাড়া নিয়েছিল। ওদের কার্যক্রমের সঙ্গে স্বর্ণা চলচ্চিত্রের কোনো সম্পৃক্ততা নেই।  তিনি আরও বলেন, পুরো চলচ্চিত্র পাড়ায় বিষয়টি জানাজানি হয়ে গেছে। এমন কি যে কয়টা হল বুকিং দিয়েছিল তারাও এখন আর এই চলচ্চিত্রটি চালাতে চাচ্ছে না।এএইচ/পিআর

Advertisement