জাতীয়

সাড়া নেই ধর্মঘটে

শ্রমিকদের ওপর পুলিশের হামলা ও বকেয়া বেতন-বোনাসের দাবিতে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির ডাকা দেশব্যাপী ধর্মঘটের সাড়া দেয়নি শিল্পকারখানার শ্রমিকরা।শনিবার বেলা ১১টা পর্যন্ত দেশের শিল্পকারখানাগুলোয় শ্রমিকরা স্বাভাবিকভাবেই কাজ করে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। তবে সাভারের হ্যালিকন সোয়েটারে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এদিকে শিল্পকারখানাগুলোয় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।জানা যায়, শনিবার সকাল থেকেই সাভার ডিইপিজেডের হ্যালিকন সোয়েটারের শ্রমিকরা বিক্ষোভ করছেন। তারা ওই কারখানার প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করছেন।তবে সাভারের অন্যান্য শিল্পকারখানায় শ্রমিকরা স্বাভাবিক নিয়মে কাজ চালিয়ে যাচ্ছেন।এদিকে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীসহ দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও শ্রমিকদের ধর্মঘট পালন করতে দেখা যায়নি। প্রতিটি শিল্পকারখানায়ই শ্রমিকরা স্বাভাবিক নিয়মে কাজ চালিয়ে যাচ্ছেন।তবে দেশের সর্বত্রই শিল্পকারখানাগুলোতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রসঙ্গত, তিন মাসের বেতন বোনাসের দাবিতে ২৮ জুলাই থেকে বাড্ডার হোসেন সুপার মার্কেটে অনশন করে আসছিলেন তোবা গ্রুপের শ্রমিকরা। বিজিএমইএ কর্তৃপক্ষ ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে আশিংক বেতন প্রদান করলেও তারা তা প্রত্যাখ্যান করে ধর্মঘট অব্যাহত রাখে। পরে ৭ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে তাদের হোসেন সুপার মার্কেট থেকে বের করে দেয়। এ সময় মোশরেফা মিশু দেশব্যাপী শিল্পকারখানায় লাগাতার ধর্মঘটের ডাক দেন। তবে পরে জরুরি বৈঠক করে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির অন্তর্গত ১৫টি সংগঠন শনিবার ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়।

Advertisement