পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি ঘর পুড়ে হাই হয়ে গেছে। মঙ্গলবার গভীররাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের সরকার পাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। এসময় আগুনে মো. দেলোয়ার হোসেন (৪৫) ও মোছা. বেদেনা (৩৮) দগ্ধ হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে নীলফামারির ডোমার দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।এদিকে আগুনের খবর পেয়ে পুলিশ ও বিজিবি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার গভীররাতে ওই গ্রামের লোকমান হোসেনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে এক ঘর থেকে অন্য ঘরে। পুরে যায় ১০ পরিবারের ১৯টি ঘর।এছাড়া আগুনে অধিকাংশ ঘরের আসবাপত্র, নগদ টাকা, ধান-চালসহ গবাদিপশু পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, গভীররাতে আকস্মিক আগুনে ওই গ্রামের ১৯টি ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের মাঝে তাৎক্ষণিকভাবে পরিবার প্রতি দুই হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।এমএএস/আরআই
Advertisement