খেলাধুলা

নিজের সেরাটা দিতে চাই : শফিউল

একটি ম্যাচে জয়, আরেকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত। ৩ পয়েন্ট নিয়ে ৭ দলের টেবিলের তৃতীয় স্থানে। ফুরফুরে মেজাজেই থাকার কথা। কিন্তু শৃঙ্খলাভঙ্গ জনিত কারণে পেসার আল-আমিন দল থেকে বহিষ্কৃত হওয়ার কিছুটা হলেও ভারী এখন বিশ্বকাপ দলের বাতাস। সেই রেশের মধ্যেই শফিউল ইসলাম পাড়ি জমালেন মেলবোর্নে, আল-আমিনের বদলি হিসেবে।বিশ্বকাপ দলের সুযোগ পাননি বলে প্রথমে অনেক আক্ষেপ আর অভিমান ছিল মনে। তবে দলে ফিরেছেন, তাও নাটকীয়ভাবে। জাতীয় ক্রিকেট লীগে পঞ্চম রাউন্ড শুরু হয়েছে সোমবার। শফিউলের রাজশাহীর প্রতিপক্ষ ছিল রংপুর বিভাগ। সেই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন শফিউল, একাদশেও ছিলেন। কিন্তু হুট করে দলে ফেরার গুঞ্জনে আর বিসিবির সবুজ সংকেতে সেই ম্যাচে আর মাঠে নামা হয়নি তাঁর। সেই শফিউল এখন বিশ্বকাপের অংশ।গত বিশ্বকাপে দলের সাফল্যে বড়সড় অবদান রেখেছিলেন। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় এসেছিল তাঁর হাত ধরেই। এবারের বিশ্বকাপে গত বিশ্বকাপের পারফরমেন্সের পুনরাবৃত্তি করতে চান ডানহাতি এই পেসার।৩০ জনের প্রাথমিক স্কোয়াডে থাকার পর মূল স্কোয়াডে জায়গা পাওয়ার প্রত্যাশা ছিল, তবে জায়গা না পাওয়ায় বেশ খানিকটা হতাশ হতে হয়েছে শফিউলকে- এমনটাই জানালেন সংবাদমাধ্যমকে, ‘আমি কিছুটা হতাশ ছিলাম, কিন্তু এখন আমি দলের সাথে যুক্ত হচ্ছি। বিশ্বকাপ স্কোয়াডের অন্তর্ভুক্ত হতে পারা অবশ্যই বড় একটি ব্যাপার। আমি গত বিশ্বকাপের পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটাতে চাই। হঠাৎ ডাক পেয়ে আমি বিস্মিত। এখন আমার একটা দায়িত্ববোধ আছে, এবং আমি একাদশে জায়গা পেলে নিজের সেরাটা ঢেলে দিতে চাই।’এআরএস/আরআই

Advertisement