জাতীয়

মন্ত্রণালয়ের হাতে ক্ষমতা থাকায় বিএফইউজে‘র উদ্বেগ প্রকাশ

গণমাধ্যম নীতিমালায় কমিশন-সম্পর্কিত আইন না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের হাতে ক্ষমতা রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। এছাড়া  সম্প্রচার কমিশন গঠনের আগে এই নীতিমালার কোনো ধারা প্রয়োগ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের এক সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, একটি ধারায় বলা আছে সশস্ত্র বাহিনী বা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্য কোনো বাহিনীর প্রতি কটাক্ষ, বিদ্রূপ বা অবমাননাকর বক্তব্য ও দৃশ্য প্রদর্শন করা যাবে না। একই সঙ্গে অপরাধীদের দণ্ড দিতে পারেন এমন সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি বিনষ্ট করার মতো বক্তব্য দেওয়া যাবে না। মনজুরুল আহসান বলেন, এই নির্দেশনা তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক।তিনি আরও বলেন, যেহেতু সম্প্রচার কমিশন কত দিনের মধ্যে গঠিত হবে সে বিষয়ে কোনো উল্লেখ নেই, তাই এ কথা বলার সুযোগ আছে যে মন্ত্রণালয় বাড়তি ক্ষমতা প্রয়োগের জন্যই এ নীতিমালাটি করেছে। এটি দেশে ও বিদেশে ভুল বার্তা দেবে।সম্পাদকীয় নীতিমালা সম্পর্কে মনজুরুল আহসান বলেন, এ নির্দেশনাটি ভয়ংকর ও অগ্রহণযোগ্য। কারণ, সরকারি নির্দেশনায় কখনই কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিমালা তৈরি হয় না।সম্প্রচার নীতিমালায় আরও বলা হয়েছে আলোচনামূলক অনুষ্ঠানে (টক শো) কোনো বিভ্রান্তিকর তথ্য বা উপাত্ত দেওয়া পরিহার করতে হবে। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বলা হয়, কোনো গণমাধ্যম যদি বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বা উপাত্ত দেয় তা সংশোধন করার সুযোগ রয়েছে। আর সংশোধন না করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। সুতরাং, এটি নীতিমালায় রাখার কোনো প্রয়োজন মনে করেন না তারা।সংবাদ সম্মেলনে আরও বিভিন্ন বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এই নীতিমালাকে তারা পূর্ণাঙ্গ নীতিমালা হিসেবে দেখছেন না। তারা মনে করেন, এটি একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের গাইডলাইন মাত্র। এ জন্য তারা স্বল্পতম সময়ের মধ্যে যোগ্য ব্যক্তিদের দিয়ে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের আহ্বান জানিয়েছে।অন্যান্যদের মধ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া। এ ছাড়া আরও ছিলেন সংগঠনের সহসভাপতি উত্পল সরকার, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল।

Advertisement