ফিচার

অনলাইনে ভোটার হতে চাইলে

লাইনে দাঁড়িয়ে ভোটার হওয়ার দিন শেষ। এখন থেকে ভোটার হওয়া যাবে অনলাইনে। বুধবার থেকে এ সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।নতুন ভোটার হিসেবে নিবন্ধন করতে চাইলে নির্বাচন কমিশনের services.nidw.gov.bd এই ঠিকানায় লগ অন করতে হবে। এরপর ফরম ডাউনলোড ক্যাটাগরিতে ক্লিক করে ফরমটি ডাউনলোড করে ভালভাবে পূরণ করতে হবে। কেউ ইতোমধ্যে ভোটার হয়ে থাকলে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নিবন্ধিত ব্যক্তি পুনরায় আবেদন করলে তা দন্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। নতুন ১৮ বয়সের অধিক, প্রবাসী বা বাদপড়া ভোটারগণ এই প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।যা যা লাগবে...• এসএসসি সনদ - (বয়স প্রমানের সনদ)• জন্ম নিবন্ধন - (বয়স প্রমানের সনদ)• পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন - (বয়স প্রমানের সনদ)• ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরূপ কোন প্রমান)• নাগরিকত্বের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)• বাবা, মা, স্বামী/স্ত্রীর আই.ডি কার্ডের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)যে ভাবে ফরম পূরণ করবেন...১. ধাপে ধাপে সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।২. নিজের পূর্ণ নাম ছাড়া সকল তথ্য বাংলায় ইউনিকোডে পূরণ করতে হবে।৩. সকল ধাপ সম্পন্ন হবার পরে প্রিভিউ এর মাধ্যমে সকল তথ্য পুনরায় যাচাই করে নিতে হবে।৪. পিডিএফ ফাইল তৈরি করে সেটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ  নিকটস্থ নির্বাচন অফিসে জমা দিতে হবে।৫. আপনার প্রদত্ত তথ্যাদি যাচাই এবং ঠিকানা যাচাইয়ের পরে তথ্যাদি সঠিক নিশ্চিত হলে আপনার কার্ড তৈরি হবে।৬. কার্ডের রশিদ জমা দিয়ে কার্ড সংগ্রহ করতে হবে।প্রয়োজনীয় তথ্যফরম পূরণের আগে সকল তথ্য সাথে রাখুন ফরমের সাথে প্রয়োজনীয় কাগজপত্রের কপি জমা দিন।এআরএস/এএ# জাতীয় পরিচয়পত্রের সবকিছু এখন অনলাইনে# জাতীয় পরিচয়পত্র : অনলাইনেই তথ্য সংশোধন# অনলাইনে জাতীয় পরিচয়পত্র# জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়# জাতীয় পরিচয়পত্র হারালে ও সংশোধন করতে# মোবাইল অ্যাপসে জাতীয় পরিচয়পত্র

Advertisement