ভারতের অল ইন্ডিয়া রেডিও (এআইআর) ৩৫ বছরের বেশি বয়সী শতাধিক রেডিও জকিকে চাকরিচ্যুত করেছে।
Advertisement
চাকরিচ্যুত রেডিও জকিরা এআইআরের কলকাতা স্টেশনে কর্মরত ছিলেন। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।২০১৩ সালের ডিসেম্বরে রেডিও জকিদের বয়সসীমা নির্ধারণ করে এআইআরের মহাপরিচালক সরকারি প্রজ্ঞাপন জারি করেন। চলতি বছরের মার্চে একই বিষয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ সব প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে এআইআরের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন চাকরিচ্যুতরা। ৩৫ বছর বয়সের পর রেডিও জকির কাজ করা যাবে না- এ ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে দাবি করেছেন তারা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া