জাতীয়

শাহজালালে ১৬১ স্বর্ণবারসহ আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৯ কেজি ওজনের ১৬১টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার সকালে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।এ ঘটনায় দুজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তারা হলেন চাঁদপর জেলার শামসুদ্দিন ও চট্টগ্রামের আবু সাঈদ। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আকতার।তিনি জানান, সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা একে-৫৮২ ফ্লাইট থেকে স্বর্ণের বারসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত বারগুলোর দাম আনুমানিক ৯ কোটি ৩৫ লাখ টাকা।এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় শুল্ক গোয়েন্দা অধিদফতরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে জানিয়েছেন উম্মে নাহিদা আকতার।জেইউ/বিএ/আরআইপি 

Advertisement