বরগুনার বামনা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. নূর আলম সিদ্দিকীকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বাড়ির পুকুরে অজু করতে গেলে তিনি ও তার স্ত্রী এবং তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় স্থানীয় প্রতিপক্ষের লোকজন। বুধবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতাবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নূর আলম সিদ্দিকীর স্ত্রী সালমা খন্দকার (৪৫) এবং ছেলে আহাদ সিদ্দিকী (১৭)।নিহতের স্ত্রী সালমা খন্দকার ও ছেলে আহাদ সিদ্দিকী অভিযোগ করে বলেন, বামনা উপজেলা দক্ষিণ রামনা গ্রামের নিজ বাড়িতে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বাড়ির পুকুরে অজু করতে যান নূর আলম সিদ্দিকী। এ সময় একই বাড়ির প্রতিপক্ষ গোলাম কবির (৫২) ও গোলাম ফারুকের (৪৫) নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী মো. নূর আলম সিদ্দিকীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী সালমা খন্দকার ও ছেলে আহাদ সিদ্দিকীকেও কুপিয়ে আহত করে তারা। পরে আহতাবস্থায় তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নূর আলম সিদ্দিকী মারা যান।এ বিষয়ে বামনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, আহত ও নিহতের স্বজনরা বরিশাল থাকায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।মো. সাইফুল ইসলাম মিরাজ/এএম/এমএস
Advertisement