খেলাধুলা

সৌম্যর ব্যাটে রানের অপেক্ষায় রংপুর

বছর খানেক আগেও সৌম্য সরকারের ব্যাটে বইতো রানের ফোয়ারা। সেই সৌম্যই কিনা এখন ভুগছেন রান খরায়। সম্প্রতি জাতীয় দলের হয়ে খুব একটা সুবিধা করতে পারছেন না। বাংলাদেশ প্রিমিয়ার লিগই (বিপিএল) তার রানে ফেরার সেরা মঞ্চ!সেই মঞ্চেও এখনো পর্যন্ত আশা জাগিয়ানা কিছু করে দেখাতে পারেননি সৌম্য। জ্বলে উঠবেন, এমন ইঙ্গিত দিয়েও খেই হারিয়ে ফেলছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তবে খারাপ সময় দূরে ঠেলে দিয়ে সৌম্য সেরা ছন্দে ফিরবেন, এমনটাই আশা করছে রংপুর রাইডার্স। তার ব্যাটে রানের অপেক্ষায় নাঈম ইসলামের দল।বিপিএলের চতুর্থ আসরে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছেন সৌম্য। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৭৭ রান। সবশেষ ম্যাচে তার পারফরম্যান্স নামের সঙ্গে যায় না! ১৩ বল মোকাবেলা করেছেন মাত্র ৩ রান। এর আগে সৌম্যর পাঁচটি ইনিংসের রান সংখ্যা যথাক্রমে ২৩, ১৩*, ২, ১৪ ও ২২। তার মানে, এবারের আসরে সৌম্যর সর্বোচ্চ স্কোর ২৩ রান। রংপুরের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে এ রান করেছিলেন ২৫ বল খেলে। ইনিংসটিতে ছিল একটি চারের সঙ্গে দুটি ছক্কার মার। দলের আইকন খেলোয়াড় সৌম্য সরকারের এমন পারফরম্যান্সের পরও রংপুর পিছিয়ে নেই। এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। ৬ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই রয়েছে রংপুর। দ্বিতীয় স্থানধারী খুলনা টাইটান্সের সংগ্রহও ১০। তবে রানরেটে এগিয়ে রংপুর।এমন পারফরম্যান্সের পরও সৌম্যর ওপর আস্থা হারায়নি রংপুর। আগের সেই সৌম্যকে পাওয়ার অপেক্ষায় তারা। নইলে কি আর দলটির অলরাউন্ডার জিয়াউর রহমান জানান, সৌম্যকে নিয়ে চিন্তিত নয় রংপুর? রংপুরের হয়ে জ্বলে উঠুক সৌম্য। আবারো জাতীয় দলের হয়ে আলো ছড়াবেন তিনি। এমন প্রত্যাশাই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।এনইউ/এমএস

Advertisement