চলছে গাড়ি সিসিমপুরে’র এমন স্লোগান নিয়ে শুরু করা জনপ্রিয় শিশুতোষ শিক্ষামূলক টিভি অনুষ্ঠান সিসিমপুর নবম বর্ষে পা দিয়েছে। সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর চরিত্র হালুম, টুকটুকি, ইকরি, শিকুর পাশাপাশি এ সিজনে নতুন মুখ হিসেবে দেখা যাবে এলমো, রায়া ও খেপুকে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট প্রমুখ। এবারের সিজনের স্লোগান হচ্ছে- ‘আট পেরিয়ে নয়, হেসে-খেলে শিখছি মোরা করব ভুবন জয়’। ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় নবম বর্ষে সিসিমপুরে থাকছে জনপ্রিয় মাপেটদের নতুন নতুন পর্ব আর জনসচেতনতামূলক বিজ্ঞাপন। এআরএস/এমএস
Advertisement