বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বর্ধিত ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। তবে ভোর সাড়ে ৬টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বিতীয় দফায় হরতাল বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।ফলে গত রোববার থেকে শুরু হওয়া টানা ৭২ ঘণ্টার হরতাল বুধবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও তা শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে।একই সঙ্গে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের সব জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।গত তিন সপ্তাহ ধরেই প্রথমে রোববার থেকে বুধবার ৭২ ঘণ্টার হরতাল ডাকা হয়। পরে তা ৪৮ ঘণ্টা করে বাড়ানো হয়।এআরএস/এমএস
Advertisement