৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের পর এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, প্রায় ২০ বিলিয়ন নোট ধ্বংস করতে হবে ভারতের কেন্দ্রীয় ব্যাংককে।কালো টাকার আগ্রাসন থামাতে ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর এটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কীভাবে এতো নোট ধ্বংস করা হবে? তবে কর্মকর্তারাদের দাবি এটা আসলে খুব একটা বড় চ্যালেঞ্জ না। খবর বিবিসির।বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বাতিল হয়ে যাওয়া নোট যন্ত্রের সাহায্যে কেটে টুকরো টুকরো করা হবে এবং পরে মেশিনের সাহায্যেই মণ্ড বানানো হবে।দেশজুড়ে ১৯টি অফিসে নোট টুকরো করতে ২৭টির মতো মেশিন রয়েছে। টুকরো করা অংশগুলো প্রক্রিয়াজাত করে ক্যালেন্ডার কিংবা পেপারওয়েটের মতো নানা সামগ্রীও তৈরি করা সম্ভব।ভারতের কেন্দ্রীয় ব্যাংক অবশ্য এর আগে ১৬ বিলিয়ন নোট ধ্বংস করেছে। তাই এবারও খুব একটা সমস্যা হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।টিটিএন/এনএইচ/এমএস
Advertisement