বিনোদন

ব্যাংককে চিকিৎসা নিচ্ছেন আফজাল

অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । গত ২৩ ফেব্রুয়ারি থেকে তিনি সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার ফেইসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন ‘চিকিৎসা মানে রোজ সকালে ও রাতে দুটো করে ইনজেকশন দেয়া’। যোগাযোগ করে জানা যায়, প্রথমে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রিপোর্ট ভালো না আসায় তিনি ব্যাংককে আবার পরীক্ষা করানোর জন্য যান। পরে অবশ্য ঢাকার রিপোর্ট ভুল বলেছেন ব্যাংককের চিকিৎসকরা। তবে এখন পুরোপুরি ব্যাংককের চিকিৎসকের পরামর্শে চলছেন তিনি। ব্যাংককে তার সঙ্গে গিয়েছেন সহধর্মিণী তাজিন হালিম।এসআরজে

Advertisement