খেলাধুলা

টি-টোয়েন্টিতে আফ্রিদির ২৫০

ক্যারিয়ারের শেষলগ্নে এসে বল হাতে অনন্য এক মাইলফলকে পৌঁছে গেলেন পাকিস্তানের গ্রেট ক্রিকেটার শহীদ আফ্রিদি। চট্টগ্রাম পর্বে নিজের দল রংপুর রাইডার্সের শেষ ম্যাচে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহকে আউট করার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টিতে ২৫০ উইকেটের মালিক বনে গেলেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক। টি-টোয়েন্টিতে শহীদ আফ্রিদির ওপরে থাকা সাত উইকেট শিকারির তালিকায় রয়েছেন- ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৩৫৩ উইকেট), শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (২৯৯), পাকিস্তানের ইয়াসির আরাফাত (২৮১ উইকেট), দক্ষিণ আফ্রিকার আলফানসো থমাস (২৬৩ উইকেট), পাকিস্তানের সাঈদ আজমল (২৬০ উইকেট), পাকিস্তানের আজহার মাহমুদ (২৫৮) ও অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের ডার্ক ন্যানেস (২৫৭ উইকেট)। আর ২৪৭ উইকেট নিয়ে আফ্রিদির পরই রয়েছেন সাকিব আল হাসান।২০০৪ সালে কাউন্টি দল কেন্টের হয়ে মিডলসেক্সের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় শহীদ আফ্রিদির। ১২ বছরে আন্তর্জাতিক ম্যাচের বাইরে খেলেছেন ২২৯ ম্যাচ।এমআর/এনএইচ/পিআর

Advertisement