জাতীয়

তিন দিনের সফরে চট্টগ্রামে রণজিৎ

তিন দিনের শুভেচ্ছা সফরে বন্দর নগরী চট্টগ্রামে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ডেস্ট্রয়ার `রণজিৎ`।  মঙ্গলবার দুপুরে ভারতীয় পতাকাবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছলে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন একেএমএম শেরাফুল্লাহ জাহাজটিকে স্বাগত জানান। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ `দূর্জয়` একে অভ্যর্থনা জানায়। ভারতীয় জাহাজটিতে ৫০জন কর্মকর্তা ও ৩৫০জন নাবিক রয়েছেন। এর অধিনায়কের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন মহেন্দ্র বীর সিং নেগী। তিন দিনের সফরে চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন সময়ে চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমিসহ বিভিন্ন ঘাঁটি ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। চট্টগ্রাম বন্দরে জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার সোম নাথ হাওলাদার ও নৌ বাহিনীর পদস্থ কর্মকর্তারা আরো উপস্থিত ছিলেন। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। বাংলাদেশ নৌ বাহিনী চট্টগ্রামের কমান্ডার মোঃ শামীম বলেন, এটি মূলত ভারতীয় নৌবাহিনীর জাহাজটির রুটিন সফর। এ সফর দুদেশের নৌ বাহিনীর মধ্যে সম্পর্ক বৃদ্ধি করবে। তিন দিনের সফর শেষে জাহাজটি আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে বলেও জানান তিনি।এএইচ/পিআর

Advertisement