আন্তর্জাতিক

চেক রিপাবলিকে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

চেক রিপাবলিকে একটি রেস্টুরেন্টে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে আটজন নিহত হয়েছে। বার্তা সংস্থা বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। বিবিসি জানায়, চেক রিপাবলিকের পশ্চিমে ইউরেস্কি ব্রুড শহরের একটি রেস্টুরেন্টে মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় ওই রেস্টেুরেন্টের কাছেই একজন পুলিশ কর্মকর্তা টহল দিচ্ছিল। দেশটির টেলিভিশনে দেখানো ভিডিও ফুটেজে দেখা যায়, একজন বন্দুকধারী রেস্টুরেন্টের ভিতরে ঢুকে এলোপাথাড়ী গুলি শুরু করলে নিহতরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় আহতের সংখ্যা এখনও জানা যায় নি। এছাড়া অজ্ঞাত ওই বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে পুলিশের এক কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।    এএইচ/পিআর

Advertisement