মেরে খেলতেই বেশ পছন্দ ইউসুফ পাঠানের। প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন মুহূর্তেই। তাই মাঠের ইউসুফকে ‘বিস্ফোরক ইউসুফ’ হিসেবেই চেনেন সবাই। এবার ক্রিকেটের বাইরে অন্য ইউসুফকে পাওয়া গেল। পোষা প্রাণিতে মজেছেন ভারতের হার্টহিটার এই ক্রিকেটার।শুধু পোষা প্রাণিই নয়, ইউসুফ প্রকৃতিপ্রেমীও। এসবেই শান্তি খোঁজেন কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার। তার পোষ মানানো আফ্রিকান তোতা পাখি নিয়ে ইউসুফ বলেন, ‘আমি যখন তাদের (তোতা পাখি) সঙ্গে থাকি, সময়টা বেশ ভালোই কাটে। আবার যখন চারা গজায় কিংবা ফুল ফোটে, এটা আমাকে অনেক বেশি আনন্দ দেয়।’ পোষা প্রাণি নিয়ে ইউসুফ পাঠান বলেন, ‘আমার মনটা তখনই শান্তিতে ভরে যায়, যখন আমি আমার পোষা প্রাণির সঙ্গে থাকি। দেখুন, প্রাণি এবং পাখি নিষ্পাপ। তারা আমার সন্তানের মতোই। ‘ফাউজি’ নামের ঘোড়া আমার খুব প্রিয়। ‘গঙ্গা’ নামের গরুও আমার পছন্দের। তারাও (ফাউজি-গঙ্গা) আমাকে ভীষণ পছন্দ করে।’এনইউ/আরআইপি
Advertisement