তথ্যপ্রযুক্তি

ঢাকায় আসছেন উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা

ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার (http://bn.wikipedia.org)  এক দশক পূর্তি উপলক্ষে ঢাকায় আসছেন উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকায় আসবেন এবং ১০ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।মঙ্গলবার ঢাকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। সম্মেলনে জিমি ওয়েলসের আগমন ও দশ বছর পূর্তির পূর্নাঙ্গ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান।সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে দশ বছর পূর্তি উপলক্ষ্যে সারা দেশে আয়োজিত ‘উইকিপিডিয়া সম্পাদক সমাবেশ’র সেরা উইকিপিডিয়া স্বেচ্ছাসেবকদের পুরস্কৃত করা হবে।এছাড়া সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- গ্রামীনফোনের ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান জাকিয়া জেরিন, বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমেদ, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও উইকিমিডিয়া বাংলাদেশের পরিচালক নুরুন্নবী চৌধুরী হাছিব। এসময় অনুষ্ঠানে উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য শাবাব মোস্তাফা, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান সৈকত ও নাহিদ সুলতানসহ অনেকে উপস্থিত ছিলেন।এর আগে দশ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুরে বিশেষ ‘উইকিপিডিয়া সম্পাদক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলা উইকিপিডিয়া তথ্য যোগ করার নানা বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ উইকিপিডিয়া কর্মশালা। দশ বছর পূর্তির এ চুড়ান্ত আয়োজনে সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বেসিস। এছাড়া যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজকে রয়েছেন উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় শাখা ‘উইকিমিডিয়া বাংলাদেশ ও গ্রামীণফোন’।আরএস/পিআর

Advertisement