দেশজুড়ে

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী, পুরুষ ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবার সিএনজি চালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. নাজিম উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন। জাগোনিউজকে তিনি জানান, মহাসড়কের নোয়াবাজার এলাকায় দ্রুতগামী ঢাকামুখী ইউনিক পরিবহনের একটি বাসের (ঢাকা-মেট্টো-১৪-৩৩৯৯) সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন পুরুষ, দুই মহিলা ও দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। এমএএস/পিআর

Advertisement