পিলখানা ট্রাজেডি উপলক্ষে বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকা সাবেক সেনা কর্মকর্তারা। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত তারা আগামীকাল (বুধবার) বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা অফিসারদের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।চেয়ারপারসনের পক্ষ থেকে সাবেক এসব সেনা কর্মকর্তা এই শ্রদ্ধা নিবেদন করবেন বলেও তিনি জানান।উল্লেখ্য, ২০০৯ সালে এই দিনে বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের জওয়ানরা (বর্তমানে বিজিবি) সশস্ত্র বিদ্রোহে ৫৭ জন সেনাকর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করে। নৃশংস এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশ।এমএম/আরএস/পিআর
Advertisement