সামাজিক ব্যবসা বিস্তারে ভারতের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি চুক্তি করেছে। দরিদ্র মানুষের সেবায় পুষ্টি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও গৃহায়নের মতো মৌলিক চাহিদা পূরণে প্রতিষ্ঠানগুলো এ নোবেল বিজয়ীর সঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে। সোমবার ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এতে জানানো হয়, এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ড্যানোন ইন্ডিয়া, ভিওলিয়া ইন্ডিয়া, টাটা ট্রাস্ট, টাটা স্টিল ও আরপিজি গ্রুপ। গত ১৮ নভেম্বর এ বিষয়ে ড. ইউনূসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানগুলো। মুম্বাইয়ে ভারতীয় কর্পোরেট অ্যাকশন ট্যাংক নামে একটি সংগঠনের ব্যানারে এ চুক্তি হয়। এ ব্যাপারে ড. ইউনূস বলেন, এ চুক্তির ফলে ব্যবসা জগতে একটি সম্পূর্ণ নতুন ইকো-সিস্টেমের জন্ম হবে। জেডএ/এনএইচ/পিআর
Advertisement