নিউজিল্যান্ডে ফের আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্যানুযায়ী রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ভূমিকম্প আঘাত হানে। মাত্র এক সপ্তাহ আগেই নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে দুজন নিহত হন। মঙ্গলবারের ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এইএসজিএস জানিয়েছে, রাজধানী ওয়েলিংটন থেকে ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। ১৪ নভেম্বরের ভূমিকম্পের পর থেকে হাজারো পরাঘাত আঘাত হেনেছে। ভৌগোলিকভাবে নিউজিল্যান্ড ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। ৫ বছর আগে ভূমিকম্পে সেখানে ১৮৫ জন নিহত হন। এনএফ/এনএইচ/পিআর
Advertisement