খেলাধুলা

পরিকল্পনা বাস্তবায়নেই জয় চিটাগাংয়ের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বটা খুব ভালো যায়নি চিটাগাং ভাইকিংসের। এমনকি চট্টগ্রামে এসেই শুরুটা ভালো হয়নি তাদের। তবে টানা দুই ম্যাচ জয়ের ফলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। আর সঠিক পরিকল্পনা অনুযায়ী খেলতে পারায় জয় পেয়েছেন বলে মনে করেন দলের অধিনায়ক তামিম ইকবাল খান।সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার মনে হয় আজকে আমরা পরিকল্পনা অনুযায়ী ক্রিকেট খেলতে পেরেছি। স্মিথ আমাদের দারুণ সূচনা দিয়েছে। এরপর আমি আর বিজয় কোনো ঝুঁকি না নিয়ে প্রতি ওভারে ৭-৮ রান করে করেছিলাম। এরপর নবি ও মালিক যেভাবে ব্যাটিং করেছে অসাধারণ। সবাই নিজেদের কাজটা সঠিকভাবে করেছে।’এদিন ম্যাচের চতুর্থ ওভারেই জীবন পান তামিম। তার ওই ক্যাচ মিসের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি কুমিল্লা। তামিমও মানছেন এ কথা, ‘আসলে শুরুতে যদি ওরা আমাদের কয়েকটা উইকেট নিয়ে ফেলতে পারতো তাহলে হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যেতো। তবে আমাদের ব্যাটিং ভালো হলেও আজকে বোলিং হয়নি। ১৮০ রান হওয়ার কথা ছিল না।’দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ ওভারে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে চিটাগাংয়ের জয় নিশ্চিত করেন আফগানিস্তান তারকা মোহাম্মদ নবি। যদিও চলতি বিপিএলে শেষ ওভারের টান টান লড়াইয়ে বোলারদেরই জয় হয়েছে বেশি। খুলনার বিপক্ষে এমন সময়ে হেরেছিল এ চিটাগাংই। তবে নবির উপর আস্থা ছিল বলে জানান তামিম।‘হ্যাঁ আমরা এর আগে এমন পরিস্থিতিতে হেরেছি। তবে আমার নবি ভাইয়ের উপর আস্থা ছিল। আগের ওভারটা সোহেল তানভীর ভালো করেছিল। তবে জানতাম শেষ ওভারে নবি কিছু করে দেবে। দুটি বড় হিট আমাদের ম্যাচ জিতিয়ে দিতে পারে। আর সেটাই হয়েছে।’আরটি/বিএ

Advertisement