আন্তর্জাতিক

সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি মৃত্যু ভারতে

কোনো উৎসব, বহুদিন পর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা, কোথাও বেড়াতে যাওয়া- বর্তমান সময়ে এরকম যেকোনো কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে মিশে গেছে সেলফি শব্দটি। নিজ হাতে ক্যামেরা নিয়ে নিজের ছবি তোলার এ বিষয়টি মানুষের কাছে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এ ছাড়া কোনোকিছুই যেন পূর্ণতা পায় না। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার খবরও কম আসে না। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। মার্কিন কার্নেগি মেলন ইউনিভার্সিটি এবং দিল্লির ইন্দ্রপ্রস্থ ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি জরিপটি চালিয়েছে। তারা বলছে, ২০১৪ সালের মার্চ থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সেলফি তুলতে গিয়ে ভারতে ৭৬ জনের মৃত্যু হয়েছে। ‘মি, মাইসেলফ অ্যান্ড মাই কিল লাইফ: ক্যারেক্টারাইজিং অ্যান্ড প্রিভেন্টিং সেলফি ডেথস’ শীর্ষক এই গবেষণায় সেলফি তুলতে গিয়ে মোট ১২৭ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।  সেলফি তুলতে গিয়ে মৃত্যুতে ভারতের পরে রয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এসব দেশে মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৯, ৮ ও ৬। মৃত্যুর কারণগুলোর সবচেয়ে সাধারণ হিসেবে বলা হয়েছে সুউচ্চ ভবন বা পাহাড় থেকে পড়ে যাওয়ার ঘটনা। এনএফ/এমএস

Advertisement