অর্থনীতি

অভ্যন্তরীণ রুটে অর্ধেক দামে রিজেন্টের টিকিট

৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে পাঁচটি আন্তর্জাতিক এবং একটি অভ্যন্তরীণ রুটে টিকিটের মূল্যে ৫০% পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ। সব শ্রেণির মানুষ বিশেষ করে মধ্যবিত্তের বেড়ানো সহজ ও সাশ্রয়ী করতে প্রতিবার বর্ষপূর্তিতে মূল্যছাড়ের এই বিশেষ অফার দিয়ে থাকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি এই বিমান সংস্থাটি।রিজেন্টের হেড অব মার্কেটিং আনিসুল আলম চৌধুরী জানান, বাংলাদেশি এয়ারলাইন্সের মধ্যে আমরাই ২০১৩ সাল থেকে এ ধরনের বিশেষ অফার দিয়ে আসছি। সাশ্রয়ী এবং কোনো ধরনের শর্ত ও বাড়তি চার্জ না থাকায় গত তিনবছর এই সুযোগ নিয়ে বহু মানুষ দেশ-বিদেশে ভ্রমণ করেছেন। এবার সুযোগ-সুবিধা আরো বাড়ানো হয়েছে।রিজেন্ট এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়- ছাড়ের পর সকল ট্যাক্সসহ ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাংকক যাওয়া-আসা ১৪ হাজার ৪৯৯ টাকা, কলকাতা ৭ হাজার ৪৯৯ ও মাসকাট ২০ হাজার ৪০০ এবং ঢাকা থেকে কুয়ালালামপুর যাওয়া-আসা ১৬ হাজার ৯৯৯, সিঙ্গাপুর ২১ হাজার ৯৯৯ ও কক্সবাজার ৫ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।টিকিটে সঙ্গে ল্যান্ড প্যাকেজেও বিশেষ ছাড় দিয়েছে সহযোগী প্রতিষ্ঠান রিজেন্ট হলিডেজ। ব্রেকফাস্টসহ হোটেল, বিমানবন্দর টান্সফার, টুরিস্ট সিম কার্ড সুবিধার প্যাকেজে ব্যাংককে তিনদিন-দুইরাত জনপ্রতি ৪ হাজার ৩০০ টাকা, ব্যাংকক-পাতায়া পাঁচদিন-চাররাত ৯ হাজার, ব্যাংকক-ফুকেট পাঁচদিন-চাররাত ১৯ হাজার ৫০০, কুয়ালালামপুর চারদিন-তিনরাত ১০ হাজার ১০০ এবং সিঙ্গাপুরে তিনদিন-দুইরাত ৮ হাজার ৯০০ টাকা।সংস্থাটি আরো জানায়- মাসব্যাপী এই অফারে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে টিকিট কিংবা প্যাকেজ কিনতে হবে। আর ভ্রমণ করতে পারবেন ৬ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর ২০১৭ পর্যন্ত নিজের পছন্দমতো সময়ে।রিজেন্ট এয়ারওয়েজের দেশব্যাপী সকল সেলস্ সেন্টার থেকে সাশ্রয়ী মূল্যের এই টিকিট ও ল্যান্ড প্যাকেজ পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে ০৯৬-১২-৬৬৯৯১১ হটলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।এবার ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। স্ট্যান্ডাড চার্টাড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদবিহীন (শূন্য%) সহজ কিস্তিতে এই টিকিট কিনতে পারবেন।আরএম/জেডএ/এমএস

Advertisement