জাতীয়

পলাতক জব্বারের আমৃত্যু কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।মঙ্গলবার দুপুর ১২টায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন।আসামি ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রায়ে ১, ২, ৩ ও ৫ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদাণ্ড দেয়া হয়। পাঁচ নম্বর অভিযোগে ২০ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়।এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে মামলার রায় পড়া শুরু হয়। গত বছরের ৩ ডিসেম্বর থেকে মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমান রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৩৬ জনকে হত্যা-গণহত্যা, ২শ’ জনকে ধর্মান্তরিতকরণ এবং লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে ৫শ’ ৮৭টি বাড়ি-ঘর ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে।

Advertisement

 

তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ফুলঝুড়ি, নলী ও আঙ্গুলকাটা গ্রামে এসব অপরাধ সংঘটিত করেন বলে উল্লেখ রয়েছে ।১৯৮৮ ও ১৯৮৬ সালে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন ইঞ্জিনিয়ার জব্বার। ৮০ বছর বয়সী জব্বার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছেলে-মেয়ের কাছে পালিয়ে আছেন বলে প্রসিকিউশন ধারণা করছেন।বিএ/আরআইপি