টানা অবরোধ-হরতালে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পরিবহণ সংকটের কারণে বিপুল পরিমাণ কয়লা ও পাথর অবিক্রিত অবস্থায় পড়ে আছে। এতে আমদানীকারকরা লোকসানের মুখে পড়েছেন। আর কমে গেছে সরকারের রাজস্ব আয়। পাশাপাশি কাজ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা।উত্তররে জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী এবং ভারতের আসাম রাজ্যের গোলকগঞ্জ থানার সীমান্তে সোনাহাট স্থলবন্দর। সদ্য চালু হওয়া এই বন্দর দিয়ে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য থেকে কয়লা ও পাথর আসছে। কিন্তু বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ-হরতালে আমদানি করা কয়লা-পাথর অবিক্রিত অবস্থায় পড়ে আছে। ক্রয় মূল্যের চেয়ে বিক্রি মূল্য অনেক কমিয়েও ক্রেতা না পাওয়ায় বিপাকে পড়েছেন আমদানিকারকরা।কয়লা ব্যবসায়ীরা বলছেন, সড়কে নাশকতার আশংকায় দেখা দিছেয়ে পরিবহন সংকট । আর কোন পরিবহন রাজি হলেও ভাড়া চাচ্ছে দ্বিগুণ। এ অবস্থায় বন্দরে কর্মরত শ্রমিকদের আয় অর্ধেকের নিচে নেমে আসায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। এই স্থলবন্দরে আমদানি করা প্রায় ২০ হাজার মেট্রিক টন কয়লা এবং ২ লাখ সিএফটি’র মতো পাথর অবিক্রিত অবস্থায় পড়ে আছে।এআরএস/আরআইপি
Advertisement