তথ্যপ্রযুক্তি

ভারতে স্মার্টফোন সরবরাহ বেড়েছে ৬৮ শতাংশ

২০১৩ সালে ভারতের বাজারে মোট স্মার্টফোন সরবরাহ হয় ৪ কোটি ৮০ লাখ ইউনিট। গত বছর এর পরিমাণ সাড়ে ৬৮ শতাংশ বেড়ে ৮ কোটি ১০ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর ইকোনমিক টাইমস।বৃহৎ স্মার্টফোন বাজারগুলোর মধ্যে ভারত অন্যতম। সাম্প্রতিক বছরগুলোয় দেশটিতে স্মার্টফোনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিদেশী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দেশী প্রতিষ্ঠানগুলোও স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।চীনা স্মার্টফোন নির্মাতারা বাজারটিতে গত বছর নিজেদের প্রভাব বাড়াতে সক্ষম হয়েছে। গত এক বছরে চীনা প্রতিষ্ঠানগুলো ভারতের বাজারে তাদের দখল প্রায় দ্বিগুণ বাড়িয়ে ১৩ শতাংশে উন্নীত করতে সক্ষম হয়। ২০১৩ সালে ভারতের স্মার্টফোন বাজারে চীনা প্রতিষ্ঠানগুলোর দখল ছিল ৬ শতাংশ। এ সময়ে বাজারটিতে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর দখল ছিল ৩৯ শতাংশ। যা এক বছরে বেড়ে ৪১ শতাংশে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ২০১৩ সালে দেশটির স্মার্টফোন বাজারের ৫৫ শতাংশ দখল করেছিল। যা ২০১৪ সালে কমে ৪৬ শতাংশে দাঁড়িয়েছে। উল্লেখ্য, স্যামসাং বাজারটিতে তাদের অবস্থান হারাতে বসলেও মাইক্রোম্যাক্সের মতো স্থানীয় প্রতিষ্ঠান এখানে দখল বাড়াতে সক্ষম হয়েছে।কোরীয় প্রতিষ্ঠান স্যামসাংয়ের জন্য গত বছর খুব ভালো ছিল না। ভারতসহ বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক বাজারে তাদের দখল কমেছে। ২০১৩ সালে ভারতের স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটির দখল ছিল ৩০ শতাংশ। এক বছরে এ দখল কমে ২৭ শতাংশে দাঁড়িয়েছে।এআরএস/আরআই

Advertisement