ঢালিউড সিনেমার নাম্বার ওয়ান নায়ক শাকিব খান এবার ‘শুটার’ হয়ে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন। তাকে এমন রূপে পর্দায় আনার প্রস্তুতি নিচ্ছেন প্রযোজক ইকবাল হোসেন জয় ও পরিচালক ওয়াজেদ আলী সুমন। নায়িকা হিসেবে অপু বিশ্বাসের থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রযোজক জয়।আবদুল্লাহ জহির বাবুর লেখা একটি শ্বাসরুদ্ধকর অ্যাকশন গল্প নিয়ে ‘শুটার’ নির্মাণ হবে বলে তিনি জানান। দর্শকরা এ ছবিতে নতুন এক শাকিব খানকে দেখতে পাবেন বলে প্রযোজক জয় জানান। এ ছবিতে চমক হিসেবে একজন নতুন নায়িকাও থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।এইচএন/আরআই
Advertisement