বিনোদন

মন পুতুলের গল্প শোনাবেন মেহজাবিন

`মন পুতুলের গল্প` শিরোনামের একটি নতুন নাটকে অভিনয় করলেন মেহজাবিন চৌধুরী । নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। এর আগে একই পরিচালকের নির্দেশনায় `বউ বদল` নাটকে অভিনয় করেছিলেন মেহজাবিন চৌধুরী। নাটকটি গত কোরবানির ঈদ থেকে এখন পর্যন্ত এশিয়ান টিভিতে ২৬ বার প্রচারিত হয়েছে। এবারের নাটকটি কোন চ্যানেলে প্রচার হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে চলতি বছরের ঈদুল ফিতরে নাটকটি প্রচার হবে বলে নিশ্চিত করেছেন মেহজাবিন চৌধুরী।এরই মধ্যে রাজধানীর কাওলা ও উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, "চমৎকার একটি কাহিনী নিয়ে `মন পুতুলের গল্প` নাটকের প্রেক্ষাপট গড়ে উঠেছে। তা ছাড়া এতে আমার চরিত্র নিয়েও আমি ভীষণ খুশি। এখন নাটকে কম কাজ করছি। তবে ভালো গল্প পেলে তা মন দিয়ে করার চেষ্টা করছি।"সর্বশেষ মেহজাবিন গত মাসে আলী সুজনের নির্দেশনায় `যে ভুলের নেই সীমানা` নাটকে অভিনয় করেন। এ ছাড়া বর্তমানে মেহজাবিন বাংলালিংকের বিভিন্ন অফারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন, যা বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে।এইচএন/আরআই

Advertisement