আন্তর্জাতিক

শরীরে আগুন দিয়ে রোহিঙ্গা শরণার্থীর আত্মহত্যার চেষ্টা

অস্ট্রেলিয়ায় এক রোহিঙ্গা শরণার্থী নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে কমনওয়েলথ ব্যাংকের একটি শাখায় ওই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আরো ২৬ জন আহত হয়েছেন।  তিনবছর ধরে শরণার্থী হিসেবে দেশটিতে বাস করছিলেন ২১ বছর বয়সী ওই রোহিঙ্গা। তার বন্ধুরা জানিয়েছেন, তার নাম নুর। তিনি পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিন বছর আগে নুর নৌকায় করে সাগর পথে পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছান। বুধবার তিনি সরকারি কল্যাণ ভাতা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে দেখতে পান তার একাউন্টে কোনো টাকা জমা পড়েনি। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। টিটিএন/আরআইপি

Advertisement