খেলাধুলা

মাহমুদউল্লাহর মুখোমুখি মুশফিক

মাহমুদউল্লাহ-মুশফিক, জাতীয় দলে সতীর্থ, বৈবাহিক সূত্রে দুজনে আত্মীয়, ভায়রা-ভাই। তবে এই সম্পর্কগুলো আজ দূরে সরিয়ে রেখে একে অপরের বিপক্ষে মাঠে নামবে দুই তারকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মুশফিকের বরিশাল বুলস মুখোমুখি হবে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সের।গত আসরে ছিলেন বরিশালের অধিনায়ক। দলকে তুলে ছিলেন ফাইনালে। এবার নাম লিখিয়েছেন খুলনায়। তবে দল পাল্টালেও মাহমুদউল্লাহর ক্ষুরধার নেতৃত্ব বদলে যায়নি, সাদামাটা দল নিয়েও খুলনা ম্যাচের পর ম্যাচ চমক দেখাচ্ছে তার কারণেই। শনিবার তার ব্যাটে চেপেই শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছে খুলনা। আজ তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মাহমুদউল্লাহ বাহিনী।দলে নেই কোনো তারকা ব্যাটসম্যান। এর ওপর আবার হার দিয়ে আসর শুরু। তবে সবকিছু পেছনে ফেলে অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসকে সঙ্গে নিয়ে দল টেনে নিয়ে যাচ্ছেন মুশফিক। দলকে এনে দিয়েছিলেন টানা তিন জয়।  দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ হারলেও দু’দিন বিরতির পর সেই হতাশা কাটাতে আজ খুলনার ওপর চড়াও হতে চাইবে তারা।আজ দিনের একমাত্র ম্যাচটা তাই যতটা খুলনা আর বরিশালের লড়াই, ঠিক ততটাই মুশফিক আর মাহমুদউল্লাহরও। জমজমাট এক দ্বৈরথের প্রত্যাশা তাহলে করাই যায়।এমআর/এনএইচ/এমএস

Advertisement