জাতীয়

সুন্দরবনের চারপাশে সীমানা পিলার হবে

জীববৈচিত্র্য সংরক্ষণে সুন্দরবনের চারপাশে সীমানা পিলার ও বিধিনিষেধ আরোপ করে সাইন বোর্ড লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন। সোমবার সংসদের প্রশ্নোত্তরে পর্বে এস এম মোস্তফা রশিদীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ১৭৬ কোটি টাকা ব্যয়ে দুটি পৃথক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ ছাড়া আরও দুটি প্রকল্প গ্রহণের কাজ প্রক্রিয়াধীন। ১৯৯৯ সালে সংরক্ষিত বনের বাইরের চারদিকে ১০ কিলোমিটার এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। ইতিমধ্যে গত ১৩ জানুয়ারি সুন্দরবনের মৌজাভিত্তিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অচিরেই সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সুন্দরবনের সীমানা পিলার ও সাইন বোর্ড লাগানো হবে।কাজী রোজীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুন্দরবনের সুন্দরীগাছ রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবৈধভাবে সুন্দরীগাছ যাতে কেউ কাটতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন চরাঞ্চল সুন্দরীগাছের বনায়নের জন্য উপযোগী নয়। সুন্দরীগাছ বেড়ে ওঠার পরিবেশ সুন্দরবনের সব জায়গায় নেই। পরিবেশ বিবেচনায় রেখে বন কর্তৃপক্ষ সুন্দরীগাছ বনায়ন করে যাচ্ছে।আরএস/এমএস

Advertisement