মাহমুদউল্লাহ রিয়াদ বিপিএলের প্রথম থেকে ছিলেন বল হাতে দুর্বার। এবার ব্যাট হাতেও জ্বলে উঠলেন তিনি। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেললেন ৪৪ বলে ৬২ রানের এক টর্নেডো ইনিংস। তার এই ইনিংসের ওপর ভর করেই ঢাকার সামনে ১৫৮ রানের লক্ষ্য ছুড়ে দিল তার দল খুলনা টাইটান্স।দিনের প্রথম ম্যাচের শুরুতে টস জিতেছিলেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করতে নেমে শুরুতেই রানআউটের কবলে পড়েন ওপেনার হাসানুজ্জামান। কোন বল না খেলে, কোন রান না করেই তিনি ফিরে গেলেন সাজঘরে।হাসানুজ্জামানের উইকেট হারালেও আন্দ্রে ফ্লেচার আর শুভাগত হোম ২০ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ২০ বলে ২৪ রান করে আউট হন শুভাগত হোম। তবে শুভাগতকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। শুভাগত আউট হয়ে গেলেও নিকোলাস পুরান এবং তাইবুর রহমানকে নিয়ে আরও মাঝারি মানের দুটি জুটি গড়ে খুলনার রানকে দেড়শ’ পার করে দেন মাহমুদউল্লাহ। তিনি যখন আউট হন, তখন খুলনার রান ১৫৩। ৪৪ বলে খেলা তার ৬২ রানের ইনিংসটি ছিল ৪টি করে চার এবং ছক্কায় সাজানো। ২১ রানে অপরাজিত থাকেন তাইবুর রহমান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান করে খুলনা। ঢাকার ডোয়াইন ব্রাভো নেন ২টি উইকেট। সানজামুল ইসলাম ও মোহাম্মদ শহীদ নেন ১টি করে উইকেট।আইএইচএস/এমএস
Advertisement