আন্তর্জাতিক

পৃথিবীতে ফিরলেন চীনের দুই মহাকাশচারী

মহাকাশে ৩০ দিন কাটানোর পর সফলভাবে পৃথিবীতে ফিরলেন চীনের দুই মহাকাশচারী। শুক্রবার দুপুরে মাটিতে পা রাখলেন ৫০ বছর বয়সী জিং হাই পেঙ এবং ৩৮ বছর বয়সি চেঙ ডং। জিংয়ের এটি তৃতীয় মহাকাশ যাত্রা ছিল; চেঙের প্রথম।চীনের মহাকাশ যাত্রার ইতিহাসে এটি দীর্ঘতম অভিযান। গত ১৭ অক্টোবর সেনঝাউ-‌১১ ‌মহাকাশযানে করে পাড়ি দিয়েছিলেন এ দুই মহাকাশচারী। দু’‌দিন পরে চীনের প্রথম মহাকাশ গবেষণা কেন্দ্র তিয়ানগঙ-টু’‌তে পা রাখেন তারা। গত এক মাসে একাধিক কাজ সম্পন্ন করেছেন চেঙ ও জিং হাই পেঙ। শুক্রবার নির্দিষ্ট সময়ে সেনঝাউ-‌১১ মহাকাশ যানে তারা পৃথিবীতে অবতরণ করেন। এ মহাকাশ যাত্রা সফল হওয়ায় উচ্ছ্বসিত চীনের বিজ্ঞানীরা। আগামী ২০২২ সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করার দিকে আরও একধাপ এগোল চীন।এসআইএস

Advertisement