খেলাধুলা

রোনালদোর গোলে রিয়ালের জয়

স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে শীর্ষস্থানে থাকা রিয়াল মাদ্রিদ। রোববার তারা ২-০ গোলে হারিয়েছে এলচেকে। এ জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেলো কার্লো আনচেলোত্তির শিষ্যরা।খেলার প্রথম ২০ মিনিটের মধ্যে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি লস ব্লাঙ্কোসরা। এরপর ক্রিস্টিয়ানো রোনালদো আরো কয়েকটি সুযোগ নষ্ট করলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোল করেন করিম বেনজেমা। ক্রিস্টিয়ানো রোনালদো গোলমুখে নেওয়া শট গোলরক্ষক টাইটনের গায়ে লেগে করিম বেনজেমার সামনে এসে পড়ে। বেনজেমা সেটাকে জালে জড়াতে আর কোনো ভুল করেন নি।ম্যাচের ৬৯ মিনিটে দারুণ হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। বাকি সময় আর গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।এই জয়ের ফলে ২৪ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল। সমসংখ্যক ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দ্বিতীয় স্থানে আর ৫৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে।২৯ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৬ গোল নিয়ে লিওনেল মেসি রয়েছেন দ্বিতীয় স্থানে।এমআর/আরআই

Advertisement