একটি ঈগলের বাড়িতে গোপন ক্যামেরা বসিয়ে দেওয়া হলো। সেখানে একটি মা ঈগলের ডিম পাড়ার দৃশ্য ধরা পড়লো। এর থেকেই ওই ঈগল পরিবারটি ইন্টারনেটে রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে।আমেরিকার লোয়া অঞ্চলের ডেকোরাহ শহরে এই ঈগলের বাস। আমেরিকার জাতীয় প্রতীকে রয়েছে এর ছবি। র্যাপটোর রিসোর্স প্রজেক্ট তাদের কর্মসূচির একটি অংশ হিসেবে ক্যামেরাটি বসিয়ে দেয় ঈগলের বাসায়। এখন এই শিকারী পাখির ডিম ফোটানোর মৌসুম। গত বুধবার রাতে ক্যামেরায় একটি বিরল দৃশ্য ধরা পড়লো, মা ঈগলটি একটি ডিম পাড়লো। বৃহস্পতিবার সকালের মধ্যে ৩০৮ মিলিয়ন আমেরিকান এই অপূর্ব দৃশ্যটি দেখে ফেললেন।ডব্লিউএইচও টিভি এক প্রতিবেদনে জানায়, ওই বাসাটিতে যে ঈগলের জুটি বাস করে, এই ডিমটি তাদের জীবনের ২১তম ডিম। এর আগের ২০টি ডিম ফুটে সুস্থ ঈগলের বাচ্চা বের হয়েছে।ঈগল পরিবারটি যেখানে বাসা বানিয়েছে, তার কাছেই স্থানীয় একটি মাছের আড়ত রয়েছে। কাজেই খাবারের সরবরাহ তারা যথেষ্ট পায়।তবে এই প্রথম ইন্টারনেটে আলোড়ন তোলেনি ঈগল। জর্জিয়ার বেরি কলেজ ক্যাম্পাসের সবচেয়ে উঁচু পাইনের আগায় রয়েছে আরেক ঈগল পরিবারের বাস। গত শুক্রবার এই বাসাতেও একটি ডিম পাড়ে মা ঈগল। এটিও বেশ আলোড়ন তোলে। ২০১২ সাল থেকেই এই ক্যাম্পাসে বসবাস শুরু করে ঈগল জোড়া। ২০১৩ সালে দুটো এবং ২০১৪ সালে একটি বাচ্চা সুস্থভাবে বেড়ে ওঠে এই পরিবারে।আরআইপি
Advertisement