পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লি. এর পরিচালনা পর্ষদ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। যার পুরোটাই নগদ লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৪৫ টাকা ৩৫ পয়সা।উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসআই/এআরএস/আরআই
Advertisement