দেশজুড়ে

জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ১৩ কর্মী আটক

জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ কর্মী-সমর্থককে আটক করেছে জয়পুরহাট জেলা পুলিশ।বিএনপি নের্তৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে বিভিন্ন নাশকতার সাথে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। রোববার রাত ১২টা থেকে সোমবার ভোর পর্যন্ত এ আটক অভিযান পরিচালনা করা হয়।জেলা পুলিশের কন্ট্রোল রুমের দায়িত্বরত কনস্টেবল মুকুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।সোমবার হরতালের সমর্থনে সকাল সাড়ে ১০টা পর্যন্ত জয়পুরহাট জেলা শহরের কোথাও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি। তবে রোববার বিকালে ১৪ দলের শান্তি সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থেকে আতঙ্ক বিরাজ করায় শহরের অধিকাংশ দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান আজ বন্ধ রয়েছে। রাস্তাঘাটেও মানুষের উপস্থিতি নেই বললেই চলে।জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, যে কোন ধরণের নাশকতা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।এআরএস/আরআই

Advertisement