সারাদেশের মতো সেন্টমার্টিনেও আসি আসি করছে শীত। সমুদ্র উপকূলীয় ও পাহাড়ি এলাকায় এখন অনুভূত হচ্ছে শীতের আমেজ। শীতের আগমনী গানের সুরে সুর মেলাতে আসে অতিথি পাখির দল। পাখিদের দিকে চোখ বুলাতে দেখুন ছবিতে-চলন্ত পর্যটকবাহী জাহাজের সাথে একঝাঁক পাখির কলতান অন্যরকম শান্তির পরশ বুলিয়ে দেয়। পাখিরা দুই পাখা মেলে চক্রাকারে উড়ে বেড়ায়। কখনো বা খুনসুঁটি আর ডুবসাঁতার। সেন্টমার্টিনে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে এই পাখিগুলো। পর্যটকরা পটেটো চিপস, মটর ভাজা ও পাউরুটি খেতে দেয় পাখিদের। গোটা ২৩ কিলোমিটার নদী ও সাগর রুটে পাখিদের কলতানে মুখরিত হয় সেন্টমার্টিন।এসইউ/এবিএস
Advertisement