বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নিজস্ব উদ্যোগে কলকাতায় চারটি ছবি প্রদর্শন করতে যাচ্ছে। ছবিগুলোর জন্য জাজের সঙ্গে সহপরিবেশক হিসেবে থাকছে কলকাতার এসকে মুভিজ। এরই মধ্যে প্রতিষ্ঠান দুটি আনুষ্ঠানিক আলোচনা সেরেছে। বাকি আছে মন্ত্রণালয়ের অনুমোদন। সেটা মিললেই মোট চারটি ছবি কলকাতার হলে প্রদর্শন করা হবে। ছবিগুলো হলো জাকির হোসেন রাজুর `পোড়া মন`, `অনেক সাধের ময়না`, `দবির সাহেবের সংসার` ও শাহীন সুমনের `অন্যরকম ভালোবাসা`।জাজ থেকে জানানো হয়েছে, অনুমোদন পাওয়া গেলে জুন মাস থেকেই ছবিগুলো একে একে কলকাতার প্রেক্ষাগৃহগুলোতে চলবে। জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, `আমরা বিনিময় প্রথার মাধ্যমে ছবিগুলো কলকাতায় রপ্তানি করব। সে ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় যদি কোনো রকম আপত্তি না তোলে, তাহলে কলকাতায় ছবিগুলো প্রদর্শনের ব্যাপারে বাধা থাকছে না। আশা করছি, বরাবরের মতো এবারও আমরা সফল হব।আরআইপি/এআরএস
Advertisement