জাতীয়

মিরপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

২০০৩ সালে পারিবারিক দ্বন্দ্বের জেরে দু’জনকে এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি উজির মিয়াকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার রাতে রাজধানীর মিরপুরের কাজীপাড়া থেকে তাকে আটক করে র‍্যাব-৪ ব্যাটালিয়নের একটি আভিযাত্রিক দল।সোমবার সকাল সাড়ে ১১টায় রাজধানীত র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‍্যাব-৪ এর উপ-অধিনায়ক সুরুজ মিয়া। তিনি বলেন, ২০০৩ সালের ৩০ অক্টোবর সাভারের আমিন বাজার এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাই মঞ্জু মিয়ার স্ত্রী শাহানাজ বেগমের শরীরে এসিড নিক্ষেপ করে উজির মিয়া। এতে শাহানাজের দুই চোখ নষ্ট হয়ে যায় এবং অঙ্গহানী ঘটে।একই বছর প্রতিবেশী মোছা. সালমার প্রেম প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে উজির মিয়া তাকেও এসিড নিক্ষেপ করে। এতে সালমার এক চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ২০০২ সালের এসিড অপরাধ দমন আইন এর ৫ (ক) ধারায় দায়ের করা মামলায় (মামলা নং ৮১) আদালত ২০০৪ সালে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করে।কিন্তু উজির মিয়া আদালতের দেয়া রায়ের পর থেকে নিজের পরিচয় গোপন রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলে পালিয়ে যায়। পরে মেঝো ভাইয়ের সম্পত্তি আত্মসাতের পরিকল্পনা করে রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় আসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে কাজীপাড়ার বায়তুল রব জামে মসজিদ সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে উজির মিয়াকে আটক করে র‍্যাব।র‍্যাব-৪ এর উপ-অধিনায়ক সুরুজ মিয়া বলেন, এসিড নিক্ষেপের মতো ঘৃণ্য অপরাধে অপরাধী উজির মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।জেইউ/বিএ/আরআইপি

Advertisement