ক্রাইসচার্চে স্কটল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৩০৩ রান করেছে ইংল্যান্ড। টসে জিতে ফিলডিং করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড।উদ্বোধনীতে ১৭২ রান করে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ওপেনিং জুটিতে রেকর্ড গড়েন ইংলিশ দুই ওপেনার মঈন আলী ও ইয়ান বেল।তবে ইনিংসের ৩৪.৩ ওভারে ব্যক্তিগত ১২৮ রানে আউট হন মঈন। আর পরের ওভারে ব্যক্তিগত ১০ রানে আট হন গ্যারি ব্যালেন্স।এর আগে ইনিংসের ৩০.১ ওভারে দলীয় ১৭২ রানে ব্যক্তিগত ৫৪ রানে আউট হন ইয়ান বেল। কিন্তু অন্যপ্রান্তে ব্যাটিংয়ে শতক তুলে নিয়েছিলেন মঈন। এটি তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম শতক । তিনি ১০৭ বলে ১২ চার ও পাঁচ ছয়ে তার ইনিংসটি সাজান।খেলার ৪৪.৫ ওভারে দলীয় ২৫২ রানে ব্যক্তিগত ১৭ করে আউট হন জেমস টেইলর। তিনি জস ডেভির বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।অবশেষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় ইংল্যান্ড।৬৯ রানে ৪ উইকেট নেন স্কটল্যান্ডের পেসার ডেভি।আরআই
Advertisement